রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শেখ আসাদুজ্জামান সোবহান, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার থানাধীন চুলকাটি বাজারে উসাহ ও উদ্দীপনা র্যালীর ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস স্বাধীনতা চত্বর ও বধ্যভূমিতে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে চুলকাটি বাজারে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র ঘোষ এর নেতৃত্বে এ এস আই আবু বক্করসহ পুলিশের একটি চৌকস টিম মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধাঞ্জলী, সেলুট সন্মান প্রদর্শন শেষে স্বাধীনতা চত্বর ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উৎযাপিত হয়।
বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন । ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের। তবে একই সঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন, তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা। প্রভাত সূর্যের রক্তাভ ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয়, জয় বাংলা বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। মহামুক্তির আনন্দ ঘোর এই দিনে এক নতুন উল্লাস জাতিকে প্রাণ সঞ্চার করে সজীবতা এনে দেয়।
Leave a Reply