লায়লা সুলতানা, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের রামপাল উপজেলার বিদায়ী পুলিশের অফিসার ইনচার্জ আশরাফুল আলমকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে ৷ রবিবার সকাল ১০ টায় থানা কক্ষে ‘প্রেসক্লাব রামপাল’ এর পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। মাত্র সাত মাসে তিনি রামপাল এলাকার আইনশৃঙ্খলায় নতুন পালক যোগ করেন ৷ জানাগেছে ওসি এস, এম আশরাফুল আলম রামপাল থানায় যোগদান করার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারনকে নিজের সামাজিক অবস্থান অপরাধের সাথে লড়াই করতে উদ্বুদ্ধ করেছেন ৷ প্রতিটি ইউনিয়নে গিয়ে জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময়, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার, মাদক উদ্ধার, কিশোর গ্যাংয়ের মূল উৎপাটন, বাল্য বিয়ে প্রতিরোধ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ প্রতিরোধ, জমিজমা সংক্রান্ত ছোটখাটো বিরোধ নিষ্পত্তি, নারী ও শিশু নির্যাতন দমন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোরদের বিরুদ্ধে অভিযান ও আটক, সামাজিক অপরাধ দমনে কাজ করেছেন ৷ যার সূত্র ধরে সমাজসেবায় এই বিশেষ অবদানের জন্য প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। ওসি আশরাফুল আলম কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদর দপ্তরের বিশেষ সন্মাননা পেয়েছেন ৷ তাকে মোল্লাহাট থানায় বদলি করা হয়েছে ৷ আশরাফুল আলম কে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, মো. শাহজালাল গাজী, সরদার মুহিদুল ইসলাম, মেহেদী হাসান, লায়লা সুলতানা, মুরশিদা পারভীন, শেখ সাগর আহমেদ প্রমুখ। ওসি আশরাফুল আলম বলেন, রামপালবাসীর আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা এবং আপনাদের সহযোগিতার জন্য আমি গর্বিত। আপনাদের অনুপ্রেরণা আমাকে আমার চলার পথের পাথেয় করে রাখবে।
Leave a Reply