রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
রামপালে কাজের সন্ধানে গিয়ে  নিখোঁজ শ্রমিক; পরিবারে মানবিক বিপর্যয় 

রামপালে কাজের সন্ধানে গিয়ে  নিখোঁজ শ্রমিক; পরিবারে মানবিক বিপর্যয় 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালের শ্রীফলতলা গ্রামের আরাফাত শেখ (২৩) নামের এক শ্রমিক কাজের সন্ধানে বাইরে গিয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত তিন মাস পূর্বে ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে কাজের সন্ধানে বের হয় ওই শ্রমিক। দীর্ঘ দিন খোঁজা খুজির পরে না পেয়ে অবশেষে রামপাল থানায় নিখোঁজ আরাফাতের মাতা নূর নাহার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৯ জুলাই সকাল ৮ টায় উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়ি থেকে কাজের সন্ধানে আরাফাত বের হয়। তাহার ব্যবহৃত মুঠোফোন যথাক্রমে ০১৫৭৫-৩৬০৮০৭ ও ০১৮৩২-১৫৭৯৬৯ নম্বরে কয়েকদিন যোগাযোগ করে। এরপরে তার ব্যবহৃত মুঠোফোন নম্বর দুইটা বন্ধ পাওয়া যায়। কোথাও খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকে তার পরিবারের সদস্যরা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানেরা মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে না পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন বৃদ্ধা মাতা নূর নাহার। তারা রামপাল থানার মানবিক ওসির সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers