মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
রামপাল প্রতিনিধি।।
খুলনা মোংলা মহাসড়কের রামপালের রনসেন এলাকায় শুক্রবার ১০ নভেম্বর দুপুর আনুমানিক দুই ঘটিকায় মটরসাইকেল এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেলে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুই জনের একজন মটরসাইকেলের চালক এবং অন্যজন আরোহী ছিলো বলে জানাগেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় খুলনা হতে মোংলা যাওয়ার পথে বেপরোয়া ও দ্রæত গতিতে চালিয়ে খুলনা টু মোংলা গামী একটি প্রাইভেট কার রামপালের রনসেন মাছের আড়ৎ এর সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা নম্বরপ্লেট বিহীন একটি প্লাটিনা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এবং মটরসাইকেলে থাকা যাত্রী গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা রামপাল স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখান কার কর্তব্যরতো চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান এ ঘটনা শোনার সাথে সাথেই সেখানে হাইওয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই মটরসাইকেল চালক বাগেরহাটের ফকিরহাট থানার ভট্রখামার গ্রামের আঃ সত্তারের ছেলে মোঃ রাজ্জক (৩৩) নিহত হয়েছেন। এবং মোটরসাইকেলের যাত্রী বুজরুক কৌড়, গ্রাম থানা- বাগমারা, জেলা- রাজশাহী গুরত্বর মজিবর রহমানের ছেলে মোঃ হারুন-অর- রশীদ (৩৫), মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় প্রাইভেটকার চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
Leave a Reply