শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন
তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের বেসরকারি এনজিও প্রতিষ্ঠান বাঁধন মানব উন্নয়ন সংস্থার নতুন ভবনের কনফারেন্স রুমে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় Climate Citizen Journalism বিষয়ক দিনব্যাপী আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা সোমবার (৬ই নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে দিনব্যাপী Climate Citizen Journalism বিষয়ক কর্মশালায় ইয়ুথ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন বাঁধনের প্রজেক্ট কর্ডিনেটর ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহাগ হাওলাদার, মনিটরিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সহ বাঁধনের কর্মকর্তা-কর্মচারী ও কো-ভলেন্টিয়ারবৃন্দ।
প্রশিক্ষণের শুরুতে সকলে নিজেদের পরিচয় তুলে ধরেন। এরপর প্রশিক্ষণের মূল কার্যক্রম পরিচালনা করেন বাঁধনের নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান মিলন। তিনি সকল ইয়ুথদের মাঝে সাংবাদিকতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এই মহান পেশায় নিজেকে গড়ে তুলতে যে যে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে এবং এ পেশায় যেসব চ্যালেঞ্জ সমূহ রয়েছে তা নিয়ে আলোচনা করেন।
বর্তমান জলবায়ু বিষয়ক সকল তথ্য ইয়ুথ সদস্যদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে নির্দেশনা প্রদান করেন। জলবায়ু পরিস্থিতির কারণে মংলা-রামপালের মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই জলবায়ু বিষয়ে সকলের মধ্যে সচেতনতার বৃদ্ধি করতে হবে। যাতে তারা এই জলবায়ুর সমস্যা মোকাবেলা করতে পারে।
বাগেরহাট সদর, রামপাল, মংলা ও মোড়েলগঞ্জ উপজেলার ১৮ জন ইয়ুথ সদস্য এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
Leave a Reply