শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
“সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৩ইং” শেষ দিনেও কোন মনোনয়ন পত্র জমা পড়েনি আওয়ামী লীগের বর্ধিত সভা আওয়ামী লীগ করে নৌকার বিরোধিতা করলে কঠোর ব্যাবস্থা বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা রামপালে তার চোরসহ আটক -২ বাগেরহাটে অপরাজিতা নেটওয়ার্কের মানববন্ধন ও ত্রৈমাসিক সভায় রামপালে বিনামূল্যে ২ হাজার কৃষক পেল সার ও রামপাল থানার সাইবার বুলিং রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বাগেরহাটের খানজাহান আলী মাজার দীঘি থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার রামপালে যুবলীগের কর্মী সভা স্ত্রী হাবিবুন নাহারের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি মেয়র খালেক বাগেরহাটে শীতের শুরুতেই আশা’র কম্বল বিতরণ
রামপালে শিক্ষার্থীদের সাথে ওসি আশরাফুলের সচেতনামূলক সভা

রামপালে শিক্ষার্থীদের সাথে ওসি আশরাফুলের সচেতনামূলক সভা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে থানার ওসি এস, এম আশরাফুল আলমের এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নারী শিক্ষা হেল্পডেক্স কর্তৃক আয়োজিত সচেতনামূলক সভায় প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন নারী শিক্ষা হেল্প রেক্সের ইনচার্জ এসআই শ্রীবাস কুন্ডু, এএসআই কাকলী রানী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, কবির আকবর পিন্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, শিক্ষক মোঃ ওমর ফরহাদ, নিতাইপদ পাল, শাহাজান আলী হাওলাদার, মোঃ জাহিদুল হক, সাংবাদিক আমিনুল হক নান্টু, মোঃ শাহাজালাল গাজী, মো. মেহেদী হাসান, সরদার মহিদুল ইসলাম, তৌকির আহমেদ, লায়লা সুলতানা, হারুন শেখ প্রমূখ।

শিক্ষা মানুষকে উন্নত জীবন লাভের অধিকারী করে। মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। আমরাদের দেশ ও জাতির কল্যানে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গঠনে তথ্য আদান প্রদানে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা। স্কুলে পাঠদানে নিরাপদ ইন্টারনেটের ব্যবহার, সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহন, বাল্য বিয়ে প্রতিরোধ, নারী নির্যাতন-ইভটিজিং বন্ধ, অপহরণ রোধ, মাদক সেবনের কুফল ও আত্মহত্যা বন্ধের বিষয়ে সচেতন হওয়ার জন্য ওসি আশরাফুল শিক্ষার্থীদের অবহিত ও পরামর্শ প্রদান করেন। সমাজের সকল অসংগতি দূর করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্যে শিক্ষক অভিভাবক সকলকেই সচেতন হতে হবে। আগামী দিনগুলোতে সঠিক ভাবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে বলে মত প্রকাশ করেন ওই পুলিশ কর্মকর্তা।

সমাজের কোথাও কোন অসংগতি দেখলে সরকারি জরুরী সেবা ৯৯৯ এ ফোন করতে হবে। এ ছাড়াও তিনি তার থানার ফোন নম্বরে যে কোন সময় কল করে সহযোগিতা চাইলেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেবা প্রদানে সচেষ্ট থাকবে জানন।#

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers