শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ পূর্বাহ্ন
চুলকাটি অফিস
বিএনপি-জামায়াতের অবরোধ-ভাঙচুরের প্রতিবাদে চুলকাটি বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১ নভেম্বর) খুলনা-মোংলা মহাসড়কে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি চুলকাটি বাজার মুল সড়ক বাজার প্রদক্ষিণ করে চুলকাটি বাজার আওয়ামীলীগ অফিসের সামনে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম ফারাজীর এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি বলেন, ‘এক পুলিশ সদস্যের মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলা, পুলিশ বক্সে আগুন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, মসজিদের সামনে বাসে ও পিকআপে হামলার কারণে বিএনপি-জামায়াতকে বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি-জামায়াত আবারও তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে, এমনকি তারা গাড়িতে আগুন দিয়ে জনগণের জানমালের ক্ষতি করেছে। বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা মাঠে থাকবো। এসময় আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি শক্তি নারায়ন দাশ, রাখালগাছি ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ও ২নং ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম ফারাজী,বাগেরহাট সদর থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিয়সক সম্পাদক আব্দুর সাত্তার শেখ,খানপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আলফাজ মোল্লা,খানপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য প্রদীপ সাহা (বাপ্পী),১নং ওয়ার্ড ইউপি সদস্য চিন্ময় দেবনাথ, ফকির মনিরুজ্জামান, সেচ্ছাসেবকলীগ সদস্য সচিব আশিকুল্লাহ ফারাজী,মোঃআউয়াল শেখ, সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply