শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
“সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৩ইং” শেষ দিনেও কোন মনোনয়ন পত্র জমা পড়েনি আওয়ামী লীগের বর্ধিত সভা আওয়ামী লীগ করে নৌকার বিরোধিতা করলে কঠোর ব্যাবস্থা বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা রামপালে তার চোরসহ আটক -২ বাগেরহাটে অপরাজিতা নেটওয়ার্কের মানববন্ধন ও ত্রৈমাসিক সভায় রামপালে বিনামূল্যে ২ হাজার কৃষক পেল সার ও রামপাল থানার সাইবার বুলিং রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বাগেরহাটের খানজাহান আলী মাজার দীঘি থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার রামপালে যুবলীগের কর্মী সভা স্ত্রী হাবিবুন নাহারের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি মেয়র খালেক বাগেরহাটে শীতের শুরুতেই আশা’র কম্বল বিতরণ
রুপপুর প্রকল্পের মালামাল নিয়ে মোংলা বন্দরে দুই বিদেশি জাহাজ

রুপপুর প্রকল্পের মালামাল নিয়ে মোংলা বন্দরে দুই বিদেশি জাহাজ

স্টাফ রিপোর্টার, মোংল্লা

 রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারী ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একসাথে দুই জাহাজ। এরমধ্যে এম,ভি মিলেনা শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে এবং এম,ভি আন্কা স্কাই দুপুর ১টায় বন্দরের ৭নম্বর জেটিতে ভিড়ে। এই জাহাজ দুটি থেকে দুপুর ২টায় একসাথে পণ্য খালাসের কাজ শুরু হয়। পরে খালাসকৃত এ পণ্য সড়ক পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এই তথ্য জানায়। বিদেশী এই জাহাজ দুইটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, ৯৩১প্যাকেজের ১৫১৯মেট্টিক টন ওজনের মেশিনারী ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে গত ৮অক্টোবর রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে রাশিয়ান পতাকাবাহী জাহাজ ‘এম,ভি মিলেনা’। জাহাজটি শনিবার বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৭নম্বর জেটিতে ভিড়ে। অপরদিকে ৪৪১প্যাকেজের ১৪৫৩মেট্টিক টন মেশিনারী ও ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে গত ৩অক্টোবর রাশিয়ার একই বন্দর (নভোরোসিয়েস্ক) থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে ভানুয়াতু পতাকাবাহী জাহাজ ‘এম,ভি আন্কা স্কাই’। আন্কা স্কাই আজ শনিবার দুপুর ১টায় মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে। রুপপুরের মালামাল নিয়ে আসা এই জাহাজ দুইটি থেকে এদিন দুপুর ২টায় একসাথেই পণ্য খালাসের কাজ শুরু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিপিং এজেন্ট প্রতিনিধি সাধন কুমার চক্রবর্তী। তিনি আরও বলেন, জাহাজ থেকে খালাস করে গুরুত্বপূর্ণ ও মূল্যবান এ মেশিনারী এবং ইলেকট্রিক্যাল পণ্য বন্দর জেটি নামিয়ে রাখা হচ্ছে। পরে এ পণ্য সড়ক পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে বলেও জানান তিনি। এর আগে গত ৩ অক্টোবর এম,ভি ইয়ামাল অরলান আর তারও আগে গত ১৬সেপ্টেম্বর এম,ভি স্যাপোডিলা রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers