শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন
ফাইল ফটো
চুলকাটি অফিস
ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বাগেরহাটের ঐতিহ্যবাহী চুলকাটি বাজারের চুলকাটি কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা নামাজ শেষে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) পবিত্র জুম্মার নামাজের পর মসজিদ দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন মুসল্লীরা। এসময় কয়েক শত মুসল্লীরা ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম নির্যাতিত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হাসপাতালে যুদ্ধ বন্ধে আহবান জানান। এসময় চুলকাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মুফতি মাওলানা আলহাজ্ব ফৈরদাউস আলম এক বিশেষ দোয়া ও মোনাজাতে অবিলম্বে ইসরায়েলি বর্বরোচিত হামলা বন্ধের আহবান জানিয়ে কঠোর নিন্দা জানান। তারা বলেন, অনতিবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর যুদ্ধ বন্ধ করাসহ সকল মুসলমানদের উপর জুলুম নির্যাতন, বাংলাদেশের সাথে ইসরায়েলির সকল কূটনীতিক সম্পর্ক ছিন্ন করা, বাংলাদেশ থেকে সৈন্য প্রেরণ করে ফিলিস্তিনির পক্ষে যুদ্ধ করার পরিবেশ তৈরী, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফিলিস্তানে খাদ্য, ঔষুধসহ সকল প্রকার প্রয়োজনীয় পন্য সরবরাহ করার ব্যবস্থা গ্রহন করতে হবে।
এছাড়া মুসলমানদের প্রথম কেবলা ‘বায়তুল মুকাদ্দাস’ মসজিদ রক্ষায় দেশের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তারা। এর আগে রাষ্ট্রীয় ঘোষনায় মোংলার সকল মসজিদে ইসারায়োলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের উদ্ধারে মহান আল্লাহর কাছে বিষেশ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply