রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলা ও হত্যাযঞ্জের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গিলাতলা যুব সমাজের উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) আসর বাদ উপজেলার গিলাতলা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধ করে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের মুসলমানদের নিরাপদ রাখার আহবান জানান। অন্যথায় ইসরায়েলের ঘরে ঘরে আগুন জ্বলবে বলে হুশিয়ারী করেন। এ সময় বক্তব্য দেন গিলাতলা বাজার জামে মসজিদের খতিব হাফেজ মওলানা মুফতি হাফিজুর রহমান। ফিলিস্তিন ও বিশ্ব উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন,আশরাফপুর মসজিদের ইমাম মওলানা শাহজালাল।
Leave a Reply