বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, মোংলা
মোংলা চটেরহাট পুলিশ ক্যাম্পের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে সুন্দরবন ইউনিয়নের ঢালির খন্ড গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নেশাদ্রব্য গাঁজা উদ্বার করা হয়েছে। চটেরহাট পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার এস আই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হল সুন্দরবন ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ঢালিরখন্ড গ্রামের আব্দুস সামাদ সালাম চৌধুরী’র ছেলে মোঃ হামিদ চৌধুরী (২৮) মোঃ হাসমত ঢালীর ছেলে মোহাম্মদ নাসিম ঢালী (২৫)
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুুদ্দীন জানান, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখন্ড গ্রাম থেকে তাদেরকে আটক করা হয় শনিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার এ কর্মকর্তা ।
Leave a Reply