রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে বৈধভাবে ক্রয়কৃত এক খণ্ড জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন করেছেন যুবক। রবিবার (০১ অক্টোবর) বেলা ১১ টায় প্রেসক্লাব রামপাল এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলার আদাঘাট গ্রামের আকবর আলীর পুত্র ভুক্তভোগী আলী শেখ।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার আদাঘাট গ্রামের জুলফিকার আলীর কাছ থেকে জমিটি ক্রয় করেন। যা আদাঘাট জেএল ৩৫ নং মৌজার ৭৫০ নং খতিয়ানের ২৪৩৭ দাগে অবস্থিত। জমি ক্রয়ের পর নামপত্তন, দাখিলা ও খাজনা পরিষোধ করেন তিনি। ওই জমির মধ্যে থাকা আংশিক জমি অপর শরিক একই গ্রামের লুৎফর রহমানের পুত্র ইউসুফ শেখ ক্রয় করে পরে জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন। কোথাও কোন আবেদন নিবেদন করেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী আলী শেখ। জমিতে গেলে মারপিট ও ভয়ভীতি দিয়ে হুমকি দিচ্ছে প্রতিপক্ষ ইউসুফ গং।
এ বিষয়ে অভিযুক্ত ইউসুফের মুঠোফোনে কথা হলে তিনি জানান, তিনি ২০ শতাংশ জমি কিনেছেন। তবে তিনি ৪ টি দাগের থেকে জমি কিনে একদাগ থেকে জমি দখল করে বালি ভরাট করে বাড়ী করেছেন বলে জানান। আলী শেখ জমি পাবেন তবে অন্য দাগে। প্রশ্ন করা হয় ৪ টি দাগের জমি কিনে এক দাগে ভোগদখল তো বিধিসম্মত নয়, কিন্তু কেন ভোগদখল করছেন? এমন প্রশ্নে তিনি বলেন আপোষে জমিটি ভোগদখল করি।
প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ, নিরাপত্তা ও প্রতিকার প্রার্থনা করেছেন ভুক্তভোগী আলী শেখ।
Leave a Reply