রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
জল্পনা কল্পনজর অবসান ঘঠিয়ে দীর্ঘ ২০ বছর পর মনিরুজ্জামান মুন্নাকে আহ্বায়ক ও মো শফিকুল সর্দার কে সদস্য সচিব করে দিগরাজ ডিগ্রি কলেজ ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ই সেপ্টেম্বর) বাগেরহাট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন ছাত্রদলের প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।দীর্ঘদিন কমিটি না থাকায় কেন্দ্র থেকে বারবার কমিটি দেওয়ার নির্দেশ দিলে ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের মতপার্থক্যের কারণে কমিটি করতে ব্যার্থ হয়। অবশেষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নির্দেশে কমিটির সিদ্ধান্ত অনুমোদন করেন বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ।কমিটির অন্য সদস্যরা হলো সাগর মোল্লা,ইমাম নাশায়,নাঈমুল ইসলাম,মেহেদী হাসান তামিম,সাব্বির তালুকদার, রাসেল শেখ,মোঃহাবিবুল্লাহ। কামাল শেখ রাতুল খান মোঃ মারুফ,মুজাহিদুল ইসলাম ফাহিম, স্বাধীন মণ্ডল, মোঃরিয়াজ গাজী, মোঃহাসিব, সিরাজুল ইসলাম,মোঃরাকিব, মোঃসালমান খান রামু, মোঃবিল্লাল ফকির,ও মোঃরাসেল খান ।
Leave a Reply