শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ন
বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের চুলকাটি বাজারে শুক্রবার ১৫ (সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার সময় চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে ১৮৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃত হলেন বাগেরহাট জেলার খানপুর ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের হায়দার আলীর শেখের ছেলে হাফিজুর শেখ (৩৫) চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সন্ধ্যা ৮টার সময় চুলকাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদক আইনে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply