মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে বিভিন্ন অনিয়মে ৩ টি প্রতিষ্ঠানকে ৫,০০০/- টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের শহরের রাহাতের মোড়, সাধনার মোড় ও রেল রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযুক্ত প্রতিষ্ঠানসমুহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে উক্ত এলাকার অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply