শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা ব্যয় কমাতে এবার পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে চিটাগুড় রামপালে আওয়ামীলীগ-ছাত্রলীগ বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে সমন্বয়কেরা সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ইকরাম’র দায়িত্ব ফিরে পেতে স্থানীয়দের দাবী মাদকের প্রতি আসক্ত তরুণ সমাজকে মাদকমুক্ত করে শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে হবে: এম এ সালাম বাগেরহাটে আওয়ামীলীগ সভাপতির অত্যাচার- নির্যাতনের হাত থেকে বাঁচার দাবিতে মানববন্ধন বাগেরহাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বিরুদ্ধে দুদুকের মামলা রামপালে  হামলার বিচার দাবীতে  ছাত্রদল নেতার পরিবারের  মানববন্ধন আগামীকাল  এস পি এল’র এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ রামপালে কালেখারবেড়ে মৎস্য ঘেরের খাল কাটায় ব্যাপক ক্ষতি
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৮ম চালানের কয়লা খালাস হচ্ছে মোংলা বন্দরে

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৮ম চালানের কয়লা খালাস হচ্ছে মোংলা বন্দরে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দের জন্য আনা কয়লা নিয়ে মোংলা বন্দরের নঙ্গর করেছে “এমভি জুয়েল অব সোর” নামের পানামা পতাকাবাহী বানিজ্যিক জাহাজ। ১০ সেপ্টেম্ব রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে হারবাড়িয়া ১২ নম্বর এ্যাংকারেজ বয়ায় জাহাজটি ভিড়েছে বলে জানায় স্থানীয় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ। এবারের চালানে আনা ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লার মধ্যে ২৯ হাজার ৬৩০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। মেসার্স টগি শিপিং এজেন্ট কর্তৃপক্ষ জানায়, রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ১২ নম্বর এ্যাংকারেজ বয়ায় নঙ্গর করেছে”এমভি জুয়েল অব সোর” নামের বিদেশী বানিজ্যিক জাহাজ।  ইন্দোনেশিয়া থেকে আনা এবারের চালানে মোট ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন জালানী কয়লা আনা হয়েছে। গত ১৫ আগষ্ট জাহাজটি ইন্দোনেশিয়ার “মোয়ারা পানপাই” বন্দর থেকে কয়লা বোঝাই করে বাংলাদেশের উদ্দোশ্যে ছেড়ে আসে বিদেশী এ জাহাজটি । গত ৫ সেপ্টম্বর চট্রগ্রাম বন্দরে ২৪ হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হয়। পরে ৯ সেপ্টম্বর রাতে জাহাজটি চট্রগ্রাম বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দোশ্যে ছেড়ে আসে। জাহাজটি ইন্দোনেশিয়া থেকে সাগর পথ পাড়ি দিয়ে মোংলা বন্দরে পৌছাতে ২৬ দিন সময় লেগেছে। ১০ সেপ্টম্বর রবিবার সকালে ভড়া জোযারের সময় সরাসরী মোংলা বন্দরের হারবাড়িয়ার ১২ নম্বর এ্যাঙ্কারেজ বয়ায় এসে ভিড়ে। পরে দুপুরে পালা থেকে কয়লা খালাস শুরু করে পন্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স এম এ হাসেম এন্ড সন্স লি: এর প্রতিনিধিরা। ইন্দোনেশিয়া হতে ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা থেকে মোংলা বন্দরে ২৮ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা খারাস করা হবে বলে জানায় এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিঃ কর্তৃপক্ষ। মোংলা বন্দরের হারবাড়িয়ার ১২ নম্বর বয়া থেকে খালাস করা কয়লা কার্গো ও লাইটার বোঝাই করে সেগুলো নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লার অভাবে বন্ধের পরে চালু হওয়া কয়লা নিয়ে আসা এটি অষ্টম চালানের জাহাজ। সকল কাগজ পত্র দেখে পন্য খালাস করে তা নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারি রাজস্ব কর্মকর্তা  এস এম মাহফুজুর রহমন বলেন, সরকারি একটি বড় প্রকল্পের কয়লা আনা হয়েছে। যার কাগজ পত্র যাচাই-বাছাই শেষে কয়লাগুলো খালাস করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে।  এর আগে  ২ সেপ্টম্বর ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে “এমভি অ্যাস্পেইন” নামের বিদেশী জাহাজ কয়লা খালাস করে মোংলা বন্দর ত্যাগ করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers