রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সিরাজদিখানে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি.

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পানিতে ডুবে আলিফ শেখ নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।শিশু আলিফ ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের জাহাঙ্গীর শেখের পুত্র ।

পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে আলিফকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া বলেন, বিষয়টি খুবই দু:খজনক এবং মর্মান্তিক ।সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সুমন বলেন, পরিবারের সদস্যদের অজান্তেই পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে । তবে এ বিষয়ে নিহত পরিবারের কারো কোন অভিযোগ নেই ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers