বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
মোমিন মেহেদী ২০০০ সাল থেকে দৈনিক দক্ষিণাঞ্চল, আজকের কাগজ (বরিশাল অফিস), দৈনিক যুগান্তর, দৈনিক ইনকিলাব, দৈনিক সমাচার, দৈনিক খবরপত্রসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমে কাজ করেছেন। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদক(২০০৪-৫) এবং সভাপতি (২০০৫-৯) দায়িত্ব পালনের পাশাপাশি বঙ্গবন্ধু লেখক পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৬৭ টি। ১৯৮৫ সালের ২৮ আগস্ট ময়মনসিংহে জন্মগ্রহণকারী মোমিন মেহেদীর পৈত্রিক নিবাস বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুরে।
Leave a Reply