শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৫২ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
“সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৩ইং” শেষ দিনেও কোন মনোনয়ন পত্র জমা পড়েনি আওয়ামী লীগের বর্ধিত সভা আওয়ামী লীগ করে নৌকার বিরোধিতা করলে কঠোর ব্যাবস্থা বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা রামপালে তার চোরসহ আটক -২ বাগেরহাটে অপরাজিতা নেটওয়ার্কের মানববন্ধন ও ত্রৈমাসিক সভায় রামপালে বিনামূল্যে ২ হাজার কৃষক পেল সার ও রামপাল থানার সাইবার বুলিং রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বাগেরহাটের খানজাহান আলী মাজার দীঘি থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার রামপালে যুবলীগের কর্মী সভা স্ত্রী হাবিবুন নাহারের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি মেয়র খালেক বাগেরহাটে শীতের শুরুতেই আশা’র কম্বল বিতরণ
বাবাকে ফিরে পেতে মেয়ে ঘুরছে দ্বারে দ্বারে বাবার শোকে দিশেহারা (পর্ব-১)

বাবাকে ফিরে পেতে মেয়ে ঘুরছে দ্বারে দ্বারে বাবার শোকে দিশেহারা (পর্ব-১)

চুলকাটি অফিস

এই পৃথিবীর বুক জুড়ে একমাত্র বাবা যে তার সন্তানদেরকে বেঁচে থাকার আশার স্বপ্ন দেখাতে শিখায়। কালের নির্মম হৃদয়বিদারক এক ঘটনায় ছেলে-মেয়েদের সেই স্বপ্ন দেখানো হলো না, বাবা অক্লান্ত পরিশ্রম জীবনের সব মায়া ত্যাগ করে একটি পরিবারকে ছায়াতলে আগলে রাখে সব সময় এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। সুখ-দুঃখকে ভাগাভাগি করে নেওয়ার প্রতিটি পিতার দায়িত্ব ও কর্তব্য এরই নামই হলো বাবার ভালোবাসা। সেই ভালবাসাকে হার মানিয়েছে অন্যের বাড়িতে আশ্রয় নেওযা জন্ম থেকে শত কষ্টের মাঝে গড়ে ওঠা এক “জয়ন্তী” মা’য়ের অজানা-কাহিনি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সন্তোষ দেবনাথের স্ত্রী রত্না দেবনাথ জন্মের পর থেকে পিতার শূন্যতায় দিন কাটছে চোখের পানিতে আর বুক ভরা ব্যথা নিয়ে বাবা থেকেও যেন আজ বাবার স্মেহ ভালোবাসা থেকে বঞ্চিত এমন এক হৃদয় বিদারক ঘটনায়কে সঙ্গী করে জন্মের ৪৫ বছর ধরে বাবাকে কাছে না পাওয়ার আশায় আত্মহারা। নিখোঁজ পিতার খোঁজে ঘুরছে দ্বারে দ্বারে জীবিত আছে কি না মৃত আছে জানতে চাইলে অঝরে কাঁদলেন। পিতা হারা ২ সন্তানের মা দীর্ঘ ৪৫ বছর পর বাবাকে দেখার শেষ ইচ্ছা কথা তুলে ধরেছেন তার জীবনের শেষ ইচ্ছা কথা গণমাধ্যমের কাছে। নিখোঁজ পিতাকে ফিরে পাওয়ার জন্য কাজ করছে গনমাধ্যমকর্মী ও প্রিন্ট মিডিয়া । তার দাবি বাবাকে পেয়ে বাবার মুখটা দেখে জীবনের শেষ ইচ্ছা পূরণ করে যেতে চাই । এ ব্যাপারে একটি অনুসন্ধান টিম চোখে ক্যামেরায় রাখালগাছির রসুলপুর গ্রামের নারায়ণ কুমার দাস এক সাক্ষাৎকারে তুলে আসে নিখোঁজ নেপাল মণ্ডল ও তার সহধর্মিনীর অজানা কাহিনী তিনি গণমাধ্যমকে বলেন একজন অসহায় হতদরিদ্র আমার বাড়িতে এসে আশ্রয় নেন খুকুমনি নামে এক
অন্তঃসত্তা মহিলা এখানে সে ভিক্ষাবৃত্তি করে মানবেতার জীবন যাপন করতেন। নারায়ন কুমার দাসের সাথে কথা বলে জানা যায় বড়পাইকপাড়া গ্রামের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য রবি ঠাকুরের বাড়িতে রত্না ১৯৭৮সালে জন্মগ্রহণ করেন। স্বামী পেলে আসা খুকুমনি দ্বারে দ্বারে ভিক্ষা করে দিন এনে দিনে খেয়ে অন্যের দুয়ারে দুয়ারে জরাজীর্ণ জীবন নিয়ে অসহায় হতদরিদ্র খুকুমনি শিশু কন্যা রত্নাকে নিয়ে পরবর্তীতে আশ্রয় নেন রসুলপুর গ্রামের চাঁদ নামের আরেক জনের বাড়িতে সেই বাড়িতে দীর্ঘ ১৫ বছর মানবেতার জীবনযাপন করে আশ্রয় নেওয়া স্বামীহারা ও দুই সন্তানের জননী নেপাল মণ্ডলের স্ত্রী খুকুমণি স্বামী ও ছেলের শোকে দিন কাটে কষ্টের মাঝে পরিবারের আপনজনকে কাছে না পেয়ে ভারসাম্যহীন ভাবে খোলা আকাশের নিচেয় দিন কাটান। নিখোঁজ নেপাল মন্ডলের স্ত্রীর কাছে তার স্বামী ও সন্তানের কথা জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে বলেন আমার স্বামীর নাম নেপাল মন্ডল ও তার বড় ছেলের নাম জানতে চাইলে স্মৃতি শক্তি হারিয়ে যাওয়ার কারনে ঠিক মত বলতে পারেন নি একপর্যায়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন গ্রামের বাড়ির কথা জানতে চাওয়া হলে তিনি এক সময় ফকিরহাট, মোল্লারহাটের কথা বলেন। স্বামী ও সন্তানকে হারিয়ে সর্বশান্ত ও দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় চাঁদের বাড়িতে পালিত মেয়ে রত্নাকে রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সন্তোষ দেবনাথ এর সাথে ৩০ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৩০ বছর অতিবাহিত হয়ে গেলেও বাবাকে যে সন্তানরা ভুলে না ইতিহাসে এটাই সাক্ষী নিখোঁজ পিতার খোঁজে রত্না দেবনাথ গণমাধ্যমকর্মীকে বলেন আমার পিতাকে কখনো জন্মের পর থেকে কখনো দেখিনি পিতা হারানোর ব্যথা ভুলতে পারিনা এত কষ্ট নিয়েও স্বামী ও দুই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে শিক্ষক হিসেবে গড়ে তোলা এ আমার জীবনের বড় পাওয়া। বাবা হারানোর শূন্যতা ও ব্যাথা নিয়ে আজও বেচে আছি । আমার নিখোঁজ বাবা ও ভাইকে ফিরে পেতে চাই গণমাধ্যম ও সচেতন মহলের কাছে একটাই দাবি পিতাকে ফিরে পাওয়ার এই সহযোগিতা কামনা করি।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers