শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয় এর সদ্য বিদায়ী পরীক্ষার্থী রাখালগাছি গ্রামের গৌতম দেবনাথের একমাত্র পুত্র বিজয় দেবনাথ এসএসসি পরীক্ষার্থী ২০২৩ ব্যাচে ৪.০৩ পয়েন্ট অর্জন করা ছাত্রের ডেঙ্গু জ্বরে অকাল মৃত্যুতে শিক্ষা জীবনের আশার প্রদীপ নিভে গেল। শিক্ষা জীবনের অধ্যায় শেষ না হতেই পিতা মাতা হারালো তাদের একমাত্র আশার সম্বল। এ ব্যাপারে সৈয়দপুর স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শক্তি নারায়ন দাস এর সাথে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে বাড়িতে জ্বরে ভুগছিলেন গতকাল মঙ্গলবার (৮ ই আগস্ট) বিকাল ৩ টার সময় তার চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে বিজয় দেবনাথ (১৭) নামে এক ছাত্রের ডেঙ্গু জ্বরে মর্মান্তিক মৃত্যু বরণ করেন । পারিবারিক সূত্রে জানা যায়, বিজয় দেবনাথ পরিবারের একমাত্র ছেলে এ বছর এসএসসি পরীক্ষায় ৪.০৩ পয়েন্ট পেয়ে তার পরিবার ও স্কুলের গৌরব অর্জন করেছেন তার এই আকস্মিক মৃত্যুতে স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান, শিক্ষকবৃন্দ ও স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তারা তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মেধাবী এই স্কুল ছাত্রের মৃত্যুতে সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর পরিবারে ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply