শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টায় শহীদ স্মৃতি ডিগ্নী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মোঃ ওফির উদ্দিন সেখ (অপি) এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। প্রধান বক্তা ছিলেন, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ রেজাউর রহমান মন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব), জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল বারেক ও শেখ নুরুল ইসলাম। আ’লীগ নেতা সঞ্জয় কুমার ধর (সুমন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তা করেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হীটলার গোলদার, কোষাধক্ষ শেখ সরোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্যা সোমা ভট্টাচার্য, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মোড়ল জাহিদুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও উপজেলা শ্রমীকলীগের সদস্য সচিব শেখ আছাবুর রহমান। সভা শেষে মোঃ ওফির উদ্দিন অপিকে পুনঃ সভাপতি ও মোঃ আবুল হোসেন গাজীকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।
Leave a Reply