শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা গ্রামের মনোতোষ কুমার দাশ (ফটিক) নামের একজন কৃষককের বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতরা বারান্দার গেট ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা সহ বাড়ির সকলের হাত-পা ও মুখ বেধে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। শনিবার (১৫জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে এঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। ভুক্তভোগী মৃতঃ রনজিৎ কুমার দাশের পুত্র মনোতোষ কুমার দাশ (ফটিক) জানান, সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এসময় দরজার লকের তালা ভাঙ্গার শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায়। এসময় ৭/৮জনের একদল মুখোশধারী ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সকলের হাত-পা ও মুখ বেধে শোকেজের তালা ভেঙ্গে নগদ ৬হাজার টাকা ও রুপার দুজোড়া তোড়া ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা ঘন্টা ব্যাপী ঘরের ভিতর তান্ডব চালায় ও সকলকে বেধড়ক মারপিট করে। ঘটনার খবর শুনে ঐ রাতেই শুভদিয়া ফাঁড়ি পুলিশ এসে ঘটনা স্থান পরিদর্শন করেন। এরির্পোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নী।
Leave a Reply