শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
কুরবানির ঈদে নাড়ির টানে বাড়ির পথ ধরেছে লাখো মানুষ। এর ব্যাতিক্রম নয় উপকূলীয় জেলা বাগেরহাটও। মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকেই বাগেরহাট বাস টার্মিনালে ছিল বাড়ী ফেরা মানুষের উপচে পড়া ভিড়। এদিন সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তি ও বিড়াম্বনা বাড়িয়েছে ঈদ উপলক্ষ্যে বাড়ীতে ফেরা বাগেরহাটের ৯টি উপজেলার ঘরমুখ মানুষের মাঝে।
আনন্দের ঈদ যাত্রায় বৃষ্টি কিছুটা ভোগান্তি বাড়ালেও কোন কিছুই আটকাতে পারেনি ঘরমুখো মান্ষুদের। ছাতা মাথায় দিয়ে পায়ে হেঁটে, পলিথিনের পর্দা ঝুলিয়ে, বাসে চেপে কিংবা সিএনজি চালিত অটোরিকশায় করে যাত্রীরা আসছে বাগেরহাট বাস টার্মিনালে। উদ্দেশ্যে একটাই বাড়ি ফেরা ।
বাগেরহাট বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষায় থাকা মোড়েলগঞ্জের বাসিন্দা জামাল শেখ বলেন, সকাল থেকেই বৃষ্টি। ঢাকা থেকে পরিবার নিয়ে অনেক কষ্ট করে বাগেরহাট পৌচেছি। এখন মোরেলগঞ্জ যাবার জন্য বাসের অপেক্ষায় রয়েছি। এত কষ্ট করে ঈদ উপলক্ষ্যে পরিবার নিয়ে বাড়ীতে ফেরাটাই সকল কষ্ট দূর করে দিয়েছে।
শিক্ষার্থী এনামুল ইসলাম বলেন, অনেক কষ্ট করে বৃষ্টি উপেক্ষা করে বাড়ীতে যাচ্ছি। পলিথিন মাথায় দিয়ে কোন রকম বৃষ্টির পানি আটানোর চেষ্টা করেছি। তারপরও প্রায় পুরোটাই ভিজে গেছি। এত ভোগান্তি ও বিড়াম্বনার পর বাড়ীতে গিয়ে পরিবারের সাথে ঈদ করবো এই আনন্দটাই সকল কষ্ট দূর করে দিয়েছে।
বাগেরহাটে দোলা পরিবহনের চালক আসলাম শেখ বলেন, পদ্মা সেতুর খুলে দেওয়ার পর থেকে যাত্রীদের ঈদযাত্রার কোন কষ্ট নেই। তারপরও সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে কিছুটা ভোগান্তি বাড়িয়েছে। এ কারনে কিছুটা দেড়িতে বাড়ী গুলো গোন্তব্যে পৌচাচ্ছে। এছাড়া তেমন কোন সমস্যা নেই।
বা
Leave a Reply