বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট প্রনায়ন সভা সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৯১২ টাকার বাজেট ঘোষনা করা হয়। এর মধ্যে রাজস্ব বাজেট ৫৫ লক্ষ ২ হাজার ৫শত ১২টাকা ও উন্নয়ন বাজেট ১ কোটি ৮০লক্ষ ৫হাজার ৪শত টাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,ডি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র ও উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান। অনুষ্ঠানে বাজেট উপস্থাপনা করেন অত্র ইউপি সচিব বিকাশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সদস্য মো. সেলিম শেখ। এসময় জিও এনজিও প্রতিনিধি জনপ্রতিনিধি স্বাস্থ্যকর্মি শিক্ষক সাংবাদিক ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Leave a Reply