শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটি কর্তৃক সম্পাদিত ও ক্রেইন প্রকল্পের আওতায় কর্মকান্ডের প্রকাশনা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বিপিএএ। পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সভাপতি ফরিদা আক্তার বানু লুসি’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মূখার্জী রবীন্দ্রনাথ, এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, রিজিয়া পারভীন, আহাদ উদ্দিন হায়দার, বাবুল সরদার, তাসলিম আহম্মেদ টংকার, কল্লোল সরকার, এ্যাড. লুনা সিদ্দিকী, সেখ সাকির হোসেন, মোঃ কামরুজ্জামান, এস এম রাজ, শারমিন কাজল, মাহাবুবা রহমান পিয়া, সোনালী সোম প্রমূখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাগেরহাট জেলা পুষ্টি কমিটিতে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করবার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন জানানো হয়। প্রধান অতিথি তার বক্তব্যে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির কর্মকান্ডের প্রশংসা করেন এবং দাবি পূরণের আশ্বাস প্রদান করেন।
Leave a Reply