বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফকিরহাটে শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী কবিরাজ গ্রেপ্তার চুলকাটিতে ভোগ দখলীয় জমি হতে জোরপূর্বক গাছ কর্তন মামলা দায়ের ফকিরহাটে দুটি ক্লিনিকে ১লাখ ৪০হাজার টাকা জরিমানা বাগেরহাটে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্য রপ্তানি বিশ্ব পরিবেশ দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা রামপালে মৎস্যঘের দখল করে লুটপাটের অভিযোগ রামপালে ভয়াবহ  অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি  ফায়ারসার্বিসের ৩ কর্মী  আহত রামপালে জমির বিরোধে হামলায় আহত-৫ আটক-২ মোংলায় বাপা’র মানববন্ধনে বক্তারা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে
রূপসায় ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করেন : এ্যাড: সুজিত অধিকারী

রূপসায় ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করেন : এ্যাড: সুজিত অধিকারী

আজিজুল ইসলাম (রুপসা)  স্টাফ রিপোর্টার 

খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন আমাদের দেশের প্রতিটি সেক্টরে এবং অর্থনীতির প্রতিটি মানদণ্ডে আজ বাংলাদেশের যে অগ্রগতি তা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুনির্দিষ্ট পথনকশা অনুসরণ করার ফলে সম্ভব হয়েছে। ১৯৮১ সালের ১৭ মে যদি প্রধানমন্ত্রী দেশে না ফিরতেন,তাহলে বাংলার দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য উন্নয়ন করার সংকল্প নিয়েই দেশে ফিরেছিলেন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের হাত ধরেই দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে গেছে,মানুষ এখন আর ব্যাংকিং সেবায় ভোগান্তিতে পড়ে না। এছাড়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখন গ্রাম সহ প্রান্তিক অঞ্চলের মানুষ ব্যাংকিং সেবা নিতে পারছে। গ্রাম শহর পাড়া মহল্লায় গড়ে উঠেছে বিভিন্ন ব্যাংকের এজেন্ট শাখা যেটার মাধ্যমে মানুষ ২৪ ঘন্টা সেবা পাচ্ছে। মানুষ এখন দেশে শান্তিতে বসবাস করছে। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে। সেখানে যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিনা জামানতে যুব সমাজকে ঋণ দেওয়া হচ্ছে। যাতে করে তারা অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং নিজেরা উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।

তিনি আজ ২৪ মে বিকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

রূপসা উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আওয়ামীলীগ নেতা অধ্যাপক আল মামুন সরকারের সভায় সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্যা,ব্রাক ব্যাংক খুলনার ব্রাঞ্চ এন্ড ক্লাস্টার ম্যানেজার আল আমীন শেখ,খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য অমিয় অধিকারী,রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।

স্বাগত বক্তৃতা করেন খুলনা এজেন্ট রিলেশনশিপ ম্যানেজার শফিকুল ইসলাম।

নারকেলী চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দাসের পরিচালনায় বক্তৃতা করেন কাস্টমার সার্ভিস অফিসার মোঃ সাইফুল ইসলাম আওয়ামীলীগ নেতা আকতার ফারুক,সোহেল জুনায়েদ,রবিউল ইসলাম ফকির,রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান,উদ্যোক্তা আলহাজ্ব গোলাম রসুল,প্রভাষক উত্তম বিশ্বাস,প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়,উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাধূরী সরকার,মুনীর হোসেন মোল্যা,গোপাল চন্দ্র কুশারী,অশোক কর্মকার,যুবলীগ নেতা ব্রজেন দাস,আবু আহাদ হাফিজ বাবু,আবুল কালাম আজাদ,রতন মন্ডল,শাহনেওয়াজ কবীর টিংকু, মুসা লস্কর,মোস্তাফিজুর রহমান হেলাল,মুসা মোল্যা সবুজ,রউফ শিকদার, কৃষকলীগ নেতা আজিজুল মোল্যা,জয়দেব সরকার, তাপস বিশ্বাস,নীলমনি বিশ্বাস,অনাদী রায়,পারভেজ মোল্যা,রনজিত হালদার, জেসমিন আক্তার,মোল্লা নাজির হোসেন,বেলাল হোসেন প্রমূখ।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers