শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
ভর্তি চলিতেছ রৌফন রেডিয়ান্ট স্কুলে প্লে গ্রুপ থেকে শুরু। চুলকাটি বাজার, (রুটস বাংলাদেশ) বনিকপাড়া রোড, বাগেরহাট।
সংবাদ শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে রামপালে জাতীয় ভোটার দিবস পালন রামপালে স্থানীয় সরকার দিবস উদযাপন  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন পশুর চ্যানেলে তলা ফেটে দুর্ঘটনাকবলীত কার্গো জাহাজটি এখও ঝুকি মুক্ত নয়, চলছে কয়লা অপসারণ মোংলায় কয়লা নিয়ে পশুর নদীতে কার্গো ডুবি, ১১ নাবিক জীবিত উদ্ধার মোংলা বন্দরের সিবিএ’র কর্মচারী সঘের সাবেক সাঃ সম্পাদক এস এম ফিরোজ সহ ৩ জনের সদস্য পদ বাতিল ফকিরহাটের মাসকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। মাদারদিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  মোংলা বন্দর ও উপকুলীয় এলাকায় হঠাৎ বৃষ্টি কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ৮ জন আটক
রামপালে বাইনতলা ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা  

রামপালে বাইনতলা ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা  

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালের ৩ নং বাইনতলা ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বাইনতলা  ইউনিয়ন পরিষদ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। বাইনতলা ইউনিয়নের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন বিট পুলিশংয়ের ইনচার্জ এসআই লিটন কুমার বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার নবাগত ওসি এস, এম আশরাফুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইমাম মাওলানা সরোয়ার উদ্দীন, শরাবপুর কারামতিয়া ডিগ্রি ফাজিল মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা ওলিউর রহমান, সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশাহ, চাকশ্রী বাজার কমিটির সদস্য হায়দার আলী, ইউপি সদস্য তুহিন, সংরক্ষিত সদস্য আওলিয়ার বেগম, বীর মুক্তিযোদ্ধা শেখ হাসান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন। পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এ ইউনিয়নে কোন প্রকার মাদক, জুয়া এবং এদের গডফাদারদের ইতিমধ্যে চিহ্নিত করে হয়েছে। শোলাকুড়ার মাদক কারবারী ফয়সালকে ভালো হওয়ার জন্য বলা হয়, নতুবা এ এলাকায় থাকা যাবে না বলে হুসিয়ারি দেওয়া হয়। মানিলন্ডারিংয়ে কেউ জড়িত থাকলেও কাউকে ছাড় দেয়া হবে না। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানার মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে। আলোচনা সভায় বাইনতলা ইউনিয়নের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

  1. © স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers