বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:৫৩ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় বক্তরা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার পূবর্ক শাস্তির দাবি জানান। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন নেতা-কর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন।
Leave a Reply