বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:৪৬ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য সরকার ভূমি আইন সহজ করেছেন। জনভোগান্তি কমাতে স্মার্ট ভূমি সেবা চালু করা হয়েছে। ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। ইচ্ছা করলেই এখন অনলাইনে ভমি সংক্রান্ত যেকোন সেবা গ্রহণ করা যায়। নামজারি, নামপত্তন, খাজনা প্রদান, দাখিলা সংগ্রহ, পর্চা বের করা সব সেবাই এখন ঘরে বসে পাওয়া যায়। আওয়ামী লীগ সরকারের আন্তরিকতায় এসব সম্ভব হয়েছে। রবিবার (২১ মে) সকালে রামপাল উপজেলা অডিটোরিয়ামে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফ্ফর হোসেনসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ বিষয়ে আলোচনা করা হয়। সেবা গ্রহিতাদের হয়রানি মুক্ত সেবা প্রদানের নির্দেষ দেন উপমন্ত্রী।
Leave a Reply