বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ফকিরহাটে শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী কবিরাজ গ্রেপ্তার চুলকাটিতে ভোগ দখলীয় জমি হতে জোরপূর্বক গাছ কর্তন মামলা দায়ের ফকিরহাটে দুটি ক্লিনিকে ১লাখ ৪০হাজার টাকা জরিমানা বাগেরহাটে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্য রপ্তানি বিশ্ব পরিবেশ দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা রামপালে মৎস্যঘের দখল করে লুটপাটের অভিযোগ রামপালে ভয়াবহ  অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি  ফায়ারসার্বিসের ৩ কর্মী  আহত রামপালে জমির বিরোধে হামলায় আহত-৫ আটক-২ মোংলায় বাপা’র মানববন্ধনে বক্তারা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে
শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেণি শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচন করা হয়েছে। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ ও প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন একই কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির এ তালিকা বৃহস্পতিবার বিকালে প্রকাশ করা হয়। তালিকায় স্কুল শাখায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা শাখায় টাউন নওয়াপাড়া আল হেরা আলিম মাদ্রাসা, কারিগরি শাখায় শেখ হাসিনা সরকারি কারিগরি মহাবিদ্যালয় ও কলেজ শাখায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন স্কুল শাখায় ভবনা মাধ্যমিক বিদ্যালয়ের টপি রানী সেন, কারিগরি শাখায় শেখ হাসিনা সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের উত্তম কুমার দে, মাদ্রাসা শাখায় আল হেরা আলিম মাদ্রাসার শিক্ষক আ. রব শেখ এবং কলেজ শাখায় ফকিরহাট সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের পার্থ দেব সাহা।
অন্যদিকে স্কুল শাখায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন লখপুর আলহাজ্জ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান স ম নাসিম উদ্দীন মহতাব, কারিগরি শাখায় সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, মাদ্রসা শাখায় আল হেলা আলিম মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম এবং কলেজ পর্যায়ে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।
উল্লেখ্য, অধ্যক্ষ বটু গোপাল দাস ২০২২ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। শিক্ষানুরাগি ও স্থানীয় সরকার বিষয়ক বিশেষজ্ঞ স্বপন দাশ কর্তৃক প্রতিষ্ঠিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পিছিয়ে পড়া জনপদ শুভদিয়ায় আলোকবর্তিকা হিসেবে জ্ঞান বিতরণ করছে। শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করায় কলেজের প্রতিষ্ঠাতা ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এবং জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন সহ সূধিজন অভিনন্দন জ্ঞাপন করেছেন।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers