নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি পশ্চিমপাড়া গ্রামের মোঃ বাবর আলী শেখের পুত্র সিয়াম শেখ (৪) বছরের শিশু পানিতে ডুবে অকাল মৃত্যু হয়েছে।
জানা যায়, শুক্রবার (১৯ মে) বিকাল আনুঃ সাড়ে ৫ টার সময় সিয়াম শেখ তার মায়ের সাথে তাদের বাড়ির পার্শ্ববর্তী মাছের ঘেরে যান, শিশু সিয়াম সেখানে বসে খেলতে থাকেন। মায়ের চোখের আড়াল হলে সেখান থেকে কোন এক সময়ে সে পানিতে পড়ে ডুবে যায় । সিয়ামকে না পেয়ে পরে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর ঘেরের পানিতে ভাসতে দেখে। সেখান থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সিয়াম শেখের এই অকাল মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply