বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
“জাদুঘর, স্থায়ীত্ব ও সমৃদ্ধি” এই স্লোগানে বাগেরহাটে আন্তর্জাতিক জাদুঘর দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ মে) সকালে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ কমপ্লেক্সস্থ বাগেরহাট জাদুঘরের সামনে থেকে প্রতœতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ষাটগম্বুজের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জাদুঘরের সামনে এসে শোভাযাত্রা শেষ হয়।
পরে বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মোঃ যায়েদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম। এ সময় বাগেরহাট ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতীব মাও মোঃ হেলাল উদ্দিনসহ প্রতœতত্ত্ব অধিপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিনে বাগেরহাট জাদুঘর ভ্রমনে আসা দর্শনার্থীদের প্রতœতত্ত্ব অধিপ্তরের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply