বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ফকিরহাটে শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী কবিরাজ গ্রেপ্তার চুলকাটিতে ভোগ দখলীয় জমি হতে জোরপূর্বক গাছ কর্তন মামলা দায়ের ফকিরহাটে দুটি ক্লিনিকে ১লাখ ৪০হাজার টাকা জরিমানা বাগেরহাটে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্য রপ্তানি বিশ্ব পরিবেশ দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা রামপালে মৎস্যঘের দখল করে লুটপাটের অভিযোগ রামপালে ভয়াবহ  অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি  ফায়ারসার্বিসের ৩ কর্মী  আহত রামপালে জমির বিরোধে হামলায় আহত-৫ আটক-২ মোংলায় বাপা’র মানববন্ধনে বক্তারা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে
বাগেরহাটে নবাগত জেলা শিক্ষা অফিসারকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাগেরহাটে নবাগত জেলা শিক্ষা অফিসারকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে নবাগত জেলা শিক্ষা অফিসার এস,এম ছায়েদুর রহমানকে বাগেরহাটের বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

জানা যায়, বাগেরহাটের জেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান বদলীজনিত কারণে খুলনা জেলা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করায় বাগেরহাট জেলা শিক্ষা অফিসারের পদটি বেশ কিছুদিন শুণ্য ছিল। গত ২৭ এপ্রিল এস.এম ছায়েদুর রহমান উক্ত পদে যোগদান করেন। তিনি এর পুর্বে নড়াইল জেলা শিক্ষা অফিসার হিসাবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট জেলা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করার পর বাগেরহাট জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিননন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। বাগেরহাট জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ), বাগেরহাট শিক্ষক সমিতি, প্রধান শিক্ষক ফোরাম , বাগেরহাট মাদ্রাসা শিক্ষক সমিতি সহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। নবাগত জেলা শিক্ষা অফিসার এস,এম ছায়েদুর রহমান বাগেরহাটে যোগদান করার পর অফিসের কার্যক্রমকে আরও ত্বরাম্বিত করেছেন। মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনকালে তিনি জানান,“ তিনি জেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের সাথে পরিচিত ও মত বিনিময় করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সাথে কথা বলেছেন।” নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ এসজে ইউনিয়ন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিত জানান,“ জেলা শিক্ষা অফিসার এস,এম ছায়েদুর রহমান নড়াইলে শিক্ষকদের জন্য একজন নিবেদিত অফিসার ছিলেন। শিক্ষকদের সকল সমস্যা তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে সমাধান করতেন। তার আন্তরিকতা ও মহানুভবতায় শিক্ষকদের কোন ধরণের ভোগান্তি ছিল না বললেই চলে। তার বদলী হওয়ায় আমরা এজন ভাল ও দক্ষ অফিসারকে হারালাম।” বাগেরহাট জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) এর সাধারন সম্পাদক ও মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম মাসুদ জানান,“ নবাগত জেলা শিক্ষা অফিসার শিক্ষকদের বিভিন্ন সমস্যা অত্যন্ত আন্তরিকতার সাথে সমাধান করবেন বলে আশা করছি । ”

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers