রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপালে কাকলি আক্তার (১৩) নামের এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার মল্লিকেবেড় গ্রামের কামাল হাওলাদারের কন্যা। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গত ১০ এপ্রিল বুধবার বিকালে পশ্চিম মল্লিকেরবেড় গ্রামে নানী মালেকার বাড়ির ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। ওইদিন বিকাল ৪ টায় তার নানী বটি দিয়ে ওড়না কেটে তার লাশ নামায়। কাকলী আক্তার তার নানীর বাড়িতে থেকে লেখাপড়া করতো। বৃহস্পতিবার ভিকটিম কাকলির সুরোত হাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য বাগেরহাট প্রেরন করা হয়। মৃতদেহের ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে ভিকটিমের লাশ দাফন সম্পন্ন হয়েছে। কি কারণে বা কেন ওই কিশোরী আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply