বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট বাজারে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা ও ফুটপাত দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (৯ মে) বেলা ১১টা দিকে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ৫টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন। তাছাড়া এসব প্রতিষ্ঠান মালিককে জনভোগান্তি সৃষ্টির করার কারণে সতর্ক করা হয়। এসময় পেশকার মো. মিজানুর রহমান সহ ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলেও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান।
Leave a Reply