বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন
চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ভস্মিভুত হয়ে প্রায় ৪৫লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সোমবার (৮ মে) রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে ভোর ৪টায় ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ০১টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে গিয়ে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুন আতঙ্কে প্রায় ১০টি দোকানের মালামাল সরিয়ে রাস্তায় এনে রাখা হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, জনতা ডোর এন্ড ফার্নিসারে কাঠের গুদামঘর থেকে অগ্নিকান্ডের স‚ত্রপাত ঘটে। মুহুত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববতী আল-বরাকাহ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং এর দোকানে ও সাইদ টি স্টল এম মুদি দোকানে ছড়িয়ে পড়ে। এভাবে পাশাপাশি তিনটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। আল-বরাকাহ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং এর সত্তাধিকার আবু সাইদ বলেন, আগুনে পুড়ে প্রায় ৪০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জনতা ডোর এন্ড ফার্নিচার এর প্রোপাইটর নজরুল ইসলামের সাড়ে তিন লক্ষ টাকা ও সাইদ টি স্টোর এম মুদি দোকানের দেড় লক্ষ টাকা সহ প্রায় ৪৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ সামছুর রহমান এর সাথে আলাপ করা হলে তিনি বলেন,তাৎক্ষণিক ভাবে আমরা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের স‚ত্রপাত হতে পারে বলেও তাদের ধারনা।
Leave a Reply