মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে দুই বিএনপি কর্মীকে পিটিয়ে আহত : ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট মোহনপুরে সড়ক দূর্ঘটনা রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান আন্তর্জাতিক নারী নির্য়াতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে বাগেরহাটে উঠান বৈঠক অনুষ্ঠিত মোংলা বন্দর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠানকে সন্মাননা প্রদান বাগেরহাটে বকেয়া বেতনের দাবিতে পৌরসভা কর্মচারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ বাগেরহাটে সড়কের পাশে বাজারের ব্যাগে রাখা নবজাতক উদ্ধার ইসকন নিষিদ্ধের দাবিতে চিতলমারীতে বিক্ষোভ মোংলায় গরীব কৃষকদের  ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপি নেতা  কৃষিবিদ  শামীম উৎসব মুখর পরিবেশে ভট্রকনকপুর মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিমকে মোংলায় সংবর্ধনা
রুপপুরের মেশিনারিজ যন্ত্রাংশ নিয়ে বিদেশী জাহাজ “এমভি আনকা সান” মোংলা বন্দরে

রুপপুরের মেশিনারিজ যন্ত্রাংশ নিয়ে বিদেশী জাহাজ “এমভি আনকা সান” মোংলা বন্দরে

স্টাফ রিপোর্টার, মোংলা

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পন্যের আরো একটি চালান নিয়ে মোংলা বন্দরে নঙ্গর করেছে “এমভি আনকা সান” নামে বিদেশী জাহাজ। শনিবার (০৬ মে) সকার ১১ টা ৪৫ মিনিটের দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে জাহাজটি পৌছায়। এবারের চালানে এক হাজার ৬শ ২৭ মেট্রিকটন মেশিনারি পণ্য রয়েছে।

পাবনায় নির্মানাধীণ রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পন্য নিয়ে আরও একটি বিদেশী বানিজ্যিক জাহাজ মোংলা বন্দরে এসে নঙ্গর করেছে। শনিবার (৬ মে) দুপুর পোনে ১২টার দিকে বন্দরের ৮নম্বর জেটিতে নঙ্গর করে এ জাহাজটি। এবারের চালানে ৬শ ৩০ প্যাকেজে এক হাজার ৬২৭, দশমিক ৯০৪ মেট্রিকটন বিভিন্ন মেশিনারি পণ্য রয়েছে। গত ৩ এপ্রিল জাহাজটি রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে পণ্য নিয়ে ছেড়ে আসে ভ্যানুয়াটি পতাকাবাহী “এমভি আনকা সান”। জাহাজটি নৌ-পথ পাড়ি দিয়ে মোংলা বন্দরে পৌছাতে এক মাস ৪ দিন সময় লেগেছে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা এসকল মেশিনারিজ যন্ত্রাংশ শনিবার (৬ মার্চ) বিকালের পালা থেকে খালাস কাজ শুরু করে পন্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স অভিরত এজেন্সি লিঃ এর প্রতিনিধিরা। যা আগামী ২/৩ দিনের মধ্যে দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য বন্দর জেটিতে খালাস শেষে সড়ক পথে নির্মানাধীন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলেও জানান স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লিঃ এর প্রতিনিধিরা। এর আগে গত ২৫ এপ্রিল দুপুর আড়াইটার দিকে ১৩শ ৬০ প্যাকেজে দুই হাজার ৪৮৫ মেট্রিকটন পন্য নিয়ে মোংলা বন্দরে খালাস করেছে বিদেশী জাহাজ “এমভি ইয়ামাল ওরল্যান”।

 

মেসার্স অভিরত এজেন্সি লি: এর জেনারেল ম্যানেজান শরিফুল ইসলাম মিলন বলেন, মোংলা বন্দর দিয়ে ইতি পুর্বে যতগুলো জাহাজ বোঝাই পন্য মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়েছে, তাতে কোন রকম প্রতিবন্ধকতা সৃস্টি হয়নী। জাহাজ জট নেই, নেই কোন শ্রমিক সমস্যা। রুপপুরের মেশিনারিজ পন্য নিয়ে চলতি মাসের শেষের দিকে আরো একটি জাহাজ রুপপুরে নির্মানধীন বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসার কথা রয়েছে।

এ পর্যন্ত রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মেশিনারিজ যন্ত্রাংশ বোঝাই ৪৮টি জাহাজে মোট ৮০হাজার ৮৫৬ মেঃ টন পন্য মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়েছে এবং আগামীতেও যে মেশিনারিজ পন্য আসবে তাও এ বন্দর দিয়ে খালাস করা হবে বলেও জানায় তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers