রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী সুনগর শ্রী শ্রী শীতলাবাড়ী গোবিন্দ মন্দিরে ২৯তম বার্ষিক ১৬প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্টান বুধবার (২৬এপ্রিল) শ্রীমদ্ভাগবত পাঠ ও শুভ গন্ধাধিবাস র্কীতন এর মধ্যদিয়ে আরম্ভ হবে। বৃহস্পতিবার ও শুক্রবার শ্রী শ্রী তারকব্রক্ষ নাম সংকীর্তন। শনিবার শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরন। উক্ত মহানাম যজ্ঞানুষ্টানে নাম রসামৃত পরিবেশন করবেন, ঢাকার মানিকগঞ্জের শান্তি নিকেতন সেবা সংঘ, গোপালগঞ্জের গোকুল কৃষ্ণ সম্প্রদায়, সাতক্ষীরার বাবা লোকনাথ সম্প্রদায়, গোপালগঞ্জের প্রভু প্রিয়া সম্প্রদায়, মীরা সম্প্রদায় ও মাদারীপুরের বিষ্ণু মন্দির সম্প্রদায়। উক্ত ধর্মিয় অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দদের যথাসময়ে উপস্থিত থেকে নাম রসামৃত শ্রবনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন,সুনগর সর্বজনীন মহানামযজ্ঞ কমিটির সভাপতি মুরারী কৃষ্ণ নন্দী ও সাধারন সম্পাদক কৃষ্ণ পদ দাশ।
Leave a Reply