বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (মোংলা) বাগেরহাট।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোংলায় নিম্ন আয়ের মানুষের মাঝে আর্থিক ঈদ উপহার বিতরণ করেছেন মোংলার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী দিপু মৃধা। বৃহস্পতিবার দিন ব্যাপি উত্তর চাঁদপাই ও দক্ষিণ চাঁদপাই দিপু মৃধার নিজ এলাকা সহ মোংলা উপজেলার অতিদরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন, উত্তর চাঁদপাই ১ নং ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম, দক্ষিণ চাঁদপাই ২ নং ওয়ার্ড ইউপি সদস্য রোকন হাওলাদার। এ সময় দিপু মৃধার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, তুহিন শিকদার ও সজীব মন্ডল। করোনা মহামারির শুরু থেকে খাদ্য সামগ্রী বিতরণ করে দিপু মৃধা। মোংলা ছাড়া ও মোংলার বাইরে সমাজ সেবায় ব্যাপক আলোচিত হয়েছেন মোংলার এ কৃতি সন্তান। চিকিৎসা, শিক্ষা, ধর্মীয় উৎসবে দিপু মৃধার সহায়তা জনমনে প্রসংশনীয় । তিনি মানুষের কল্যাণে প্রতিষ্ঠা করেছেন পি.ডি.এম. ফাউন্ডেশন, যার মাধ্যমে সকল সেবামূলক কর্মকাণ্ড করে থাকেন তিনি
Leave a Reply