বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছিতে সৈয়দপুর উত্তর পাড়ায় ১ রাতে ২ বাড়িতে ও একটি পানি সেচের মটর চুরি হয়েছে। চুরি সংগঠিত হয়েছে (১৬ মার্চ) গভীর রাতে। একই রাতে সৈয়দপুর দক্ষিণপাড়া জামে মসজিদে ওয়াজ মাহফিল ছিল এসময় বাড়ি ফাঁকা পেয়ে ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা নগত পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা ও ১ ভরি স্বর্ণাংকার এছাড়া বিল্লাল নামে আরো এক বাড়ি ও একটি পানিসেচের মটর নিয়ে পালিয়েছে চোরচক্র মহল।
সরেজমিনে যেয়ে ভুক্তভোগীর হাফেজ মোঃ ওয়াহিদুর রহমানের সাথে কথা বলা হলে তিনি জানান,আমি এখানে প্রায় ১০ বছর বসবাস করছি এধরণের চুরি আগে কখনো হয়নি গতকাল রাতে সৈয়দপুর দক্ষিণপাড়া আমার আর একটি বাড়ির পাশে মাহফিল ছিল পরিবারের লোকজনকে নিয়ে যাই এবং উক্ত ওয়াজ মাহফিলের মঞ্চ পরিচালনার দায়িত্বে পালন করি এসময় আমার বাড়ি ফাকা পেয়ে কে বা কারা চোরসিন্ডিকেড মহল ঘরের তালা ভেঙ্গে আলমারিতে থাকা নগত পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা স্ত্রী ও মেয়ের মোট ১ ভরি স্বর্ণাংকারসহ আনুমানিক এক লক্ষ চল্লিশ টাকা চুরি হয়েছে, তিনি আরো বলেন নগত পঞ্চাশ হাজার টাকা রেখেছিলাম আরো টাকা লাগিয়ে পবিত্র রমজানের মাসের পর ওমরাহ করতে যাবো। চোরেরা এই নগত টাকা ও স্বর্ণাংকার চুরি হওয়ায় আমি এখন অসহায় হয়ে পড়েছি। এই চোর সিন্ডিকেডের আটকে প্রশানের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply