বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে সৈয়দপুর দক্ষিণপাড়া জামে মনজিদ কমিটির আয়োজিত আল্লামা হযরত মাওঃ শাহ্ সূফি হাজী মোঃ রুহুল আমীন (রহঃ)’র মহান স্মৃতি স্মরণে- ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৩, ১৪ ও ১৫ই মার্চ রোজ সোমবার, মঙ্গলবার ও বুধবার সৈয়দপুর দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সোমবার বিকেল তিনটা থেকে কুরআন তিলায়াতের মধ্যে দিয়ে মাহফিল অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া কামিল মাদ্রাসার আরবী শিক্ষক হযরত মাওলানা মোঃ মাহবুবুল ইসলাম বিন আকিল উদ্দিন এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীর-কামেল মোর্শেদে মোকাম্মেল, ভারতের প্রখ্যাত বক্তা আলহাজ¦ হযরত মাওলান শরফুল আমীন পীর সাহেব, বশিরহাট দরবার শরীফ, ভারত। (আল্লামা রুহুল আমীন রহঃ) এর পৌত্র। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ০৯নং রাখালগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোঃ রবিডল ইসলাম ফারাজী। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন আলহাজ¦ হমরত মাওলানা মোঃ সাদিকুর রহমান আজহারী প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ¦ হযরত মাওলানা মো: আমিরুল ইসলাম বিলালী, ঢাকা। আকর্ষণীয় অতিথি ধর্মীয় আলোচনা করবেন মুফতি মাওলানা মোঃ নাছির উদিন আনছারী, মুহাদ্দীস জামিয়া ইউনুছিয়া জুরাইন, ঢাকা। বর্তমান সময়ের আলোচিত বক্তা মুফতি মাওলানা মোঃ রাকিবুল ইসলাম সালেহী সিনিয়র আরবী প্রভাষক, আলোচক বিটিভি,বাংলা ভিশন, বাংলা টিভি ও খতিব মসজিদুল আকবার জামে মসজিদ ঢাকা। এছাড়া আরো ওলামায়ে কেরাম তাশরীফ আনবেন।
Leave a Reply