ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ঢাকা- খুলনা মহাসড়কে বালুভর্তি একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে চালিয়ে আসা মাছবোঝাই একটি ট্রাকের ধাক্কায় দুই চালকের দুই সহযোগী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সংবাদ পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনাস্থলে এসে পরিদর্শন করে জানান, ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে বালুভর্তি পাংচার হওয়া একটি ট্রাক মেরামত করছিলেন চালক। আনুমানিক সকাল সাড়ে ৬টার সময় গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুতগতিতে ছেড়ে আসা মাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দিলে মাছ বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় । এতে ঘটনাস্থলেই ট্রাক দুটির চালকের দুই সহকারী মারা যান। মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
Leave a Reply