মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রোববার (৫ই মার্চ) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন, ফেষ্টুন ও কবুতর উড়য়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
এসএমসি’র সভাপতি অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত’র মভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বাস সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, এসএমসি’র সদস্য ফকির দাউদ হায়দার বাবূ, আব্দুস ছালাম, আমিরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক শেখ সুমনসহ বিভিন্ন শিক্ষক, এসএমসি’র সদস্যবৃন্দ, অভিভাবকগন ও শিক্ষার্থী।
Leave a Reply