রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী কাজি আজাহার আলি কলেজের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৮মার্চ সুবর্ণ-জয়ন্তী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সফল করতে বুধবার (২২ ফেব্রæয়ারি) কলেজের শিক্ষক মিলনায়তনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা হেলাল উদ্দীন এমপি সুবর্ণ-জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমানের সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য স্বপন দাশ। এসময় কলেজ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র জানায়, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নির্দেশনাক্রমে সভায় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের কর্মপন্থা নির্ধারণ ও বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের প্রাথমিক ব্যায়ভার বহনের জন্য ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ব্যক্তিগতভাবে ১লক্ষ টাকা প্রদান করেন। ###
Leave a Reply