মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে প্রতিবন্ধির মৎস্য ঘের থেকে জোরপূর্বক ড্রেজার দিয়ে বালু উত্তলন ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে শারিরীক প্রতিবন্ধি অহিদ মল্লিক।
সংবাদ সম্মেলনে মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে ২নং ওয়ার্ডের বশতলা গ্রামের মৃত বারিক মল্লিকের ছেলে শারিরীক প্রতিবন্ধি অহিদ মল্লিক মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে বাগেরহাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন বলেন, গত ২৩ জানুয়ারী মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ানের বাশতলা এলাকার ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আহাদুউজ্জামান খান এর নিদেশে তার লোকজন জোর করে বালু উত্তলন করা শুরু করলে আমরা বাধা প্রদান করলে তানা আমাদেরকে এলোপাথাড়ি মারপিট শুরু করে এসময় আমার ডাক চিৎকারে আমার ছোটভাই রুহুল মল্লিক এবং চাচাতো বোন রোবেদা বেগম আমাকে উদ্ধার করতে আসলে তাদেরকে ও মারপিট করে। পুলিশ খবরপেয়ে ঘটনাস্থলে এসে আমাদেরকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থকেন্দ্রে ভর্তি করে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে চিকিৎসাধিন রয়েছে।
Leave a Reply