শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীর মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে হবে এ সম্মেলন। ২০১৬ সালে আহবাহক কমিটি গঠনের অর্ধযুগ পর হতে যাওয়া সম্মেলন সফলভাবে আয়োজনে প্রস্তুতি নিচ্ছেন নেতারা।
সর্বশেষ ২০০৬ সালে হয়েছিল জেলা যুবলীগের সম্মেলন। ৭১ সদস্যের কমিটিতে খান মুজিবুর রহমানকে সভাপতি ও শামীম হাসানকে করা হয় সাধারণ সম্পাদক। ২০১২ সালের ডিসেম্বরে তাঁদের কমিটি ভেঙে দেওয়া হয়। এর চার বছর পর ২০১৬ সালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার নাসির উদ্দিনকে আহবাহক করে ২৪ সদস্যের কমিটি করা হয়।
সব মিলিয়ে ১৭ বছর পর হতে যাচ্ছে জেলা যুবলীগের সম্মেলন। ইতোমধ্যে ১৪টি কমিটি করে কাজ ভাগ করে দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্র জানিয়েছে। তাঁরা জানিয়েছেন, এতে জেলা আহবাহক কমিটির ২৪ জনসহ উপজেলা মর্যাদার ১০টি ইউনিটের মোট ২৫০ জন কাউন্সিলর অংশ নেবেন। এখন সব ইউনিট পর্যায়ে বর্ধিত সভায় গুলো শেষ করেছেন নেতারা।
জেলা যুবলীগের একটি সূত্র জানায়, সম্মেলনে কাউন্সিলর ছাড়াও লক্ষাধিক নেতাকর্মী সমাগমের আশা করছেন তারা। এবারের পূর্ণাঙ্গ কমিটি ১০১ সদস্যের হতে পারে। পদপ্রত্যাশী নেতাদের জীবনবৃত্তান্ত পাঠাতে বলেছে কেন্দ্রীয় যুবলীগ।
সম্মেলনে অতিথি হিসেবে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট- ৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন উপস্থিত থাকবেন ।
সম্মেলন উপলক্ষে গঠিত মিডিয়া উপকমিটির আহ্বায়ক লিটন সরকার বলেন, ‘এবারের সম্মেলন সফল করতে সব ধরনের চেষ্টা করছি। ইতোমধ্যে ১৪টি উপকমিটি করা হয়েছে। পদপ্রত্যাশীরা কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত পাঠানো শুরু করেছেন।
জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন বলেন, এবারের সম্মেলন ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বর্ধিত সভা করা হচ্ছে। নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আশা করছেন।
Leave a Reply