মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের একটি বসতঘরে দুর্ধষ চুরির ঘটনায় মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ই জানুয়ারি) মো. শহিদুল ইসলামের স্ত্রী মোসা: পারভীন নাহার নিজ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি চুরি মামলা দায়ের করেন। পুলিশ ও ভুক্তভোগি পরিবার জানায়, গত ১১ই ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কে বা কাহারা মো. শহিদুল ইসলামের ঘরের বেড়া ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় নগদ টাকাসহ স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে ভুক্তভোগি পরিবার জানান। তবে এখনো কেউ আটক ও মালামাল উদ্ধার হয়নি। এ ঘটনায় প্রথমে মোসা: পারভীন নাহার সংশ্লিষ্ট মডেল থানায় একটি জিডি করেন। পরবর্তীতে একটি চুরি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হারুনার রশিদ বলেন, ঘটনার সাথে জড়িতদের আটক ও চুরির মালামাল উদ্ধারের জোর চেষ্টা চলছে। মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।
Leave a Reply