বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে শুরু হয়েছে ২দিনব্যাপী প্রায় ৫শত ৬৩ বছরের ঐতিহ্যবাহী উরস মুবারক শুরু হয়েছে। শুক্রবার (৯ডিসেম্বর) বিকাল থেকে শুরু হয়ে এ উরস মোবারক শনিবার(১০ডিসেম্বর) রাতে আখেরি মুনাজাত এবং তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।
মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, ‘প্রায় ৬শত বছর ধরে প্রতিবছর খানজাহান (রহ.)-এর মাজারে উরস মুবারক অনুষ্ঠিত হয়ে থাকে। ঐতিহ্যবাহী উরস মুবারক এ বছর দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে তিনি আশা করেন। এরই মধ্যে মাজার ও মাজার সংলগ্ন এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। অনেকে সৃষ্টিকর্তার আরাধনা করতে, অনেকে তাদের মনের ইচ্ছা পূরণের আশায় এসেছেন। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের অনুসারীরাও এসেছেন এখানে। উরস মুবারক উপলক্ষে অনেক দোকানি বিভিন্ন পণ্যের স্টল বসিয়েছেন। উরস মুবারকে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। উরস মুবারকে আসা দর্শনার্থী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা সপরিবারে মেলা উপলক্ষে খানজাহান (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এসেছি, ২ দিন থাকব। আমাদেরও মানত ছিল, পূরণ করেছি।’ বরিশালের রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই ঐতিহ্যবাহী এ উরস মুবারক দেখতে আসি। দর্শনার্থী আব্দুল্লা হাওলাদার বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে উরস মুবারকে আসছি। প্রতিবছর আমরা রোগ ও বিপদ থেকে মুক্তির জন্য মানত করি। আমার এবারও একটা মানত ছিল আমি এসে দিয়ে দিয়েছি।’ মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, ‘প্রায় ৬শ’ বছর ধরে বাগেরহাটের খানজাহান আলী মাজারে বাৎসরিক উরস মোবারক পালিত হয়। এ দুই দিনে লাখ লাখ ভক্ত ও দর্শনার্থী এখানে আসেন।’ প্রতি বছর বাংলা সালের ২৪ ও ২৫ অগ্রহায়ণ দুই দিনব্যাপী উরস হয় এ মাজারে।
Leave a Reply