বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালে আর্জেন্টিনার এক বাক প্রতিবন্ধী সমর্থকের ছুরিকাঘাতে টুটুল হাওলাদার (১৪) নামে ব্রাজিলের এক সমর্থক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালি গ্রামের সমাদ্দার বাজারে। নিহত ব্রাজিল-সমর্থক টুটুল হাওলাদার গুলিশাখালি গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। নিহত টুটুল হাওলাদারের লাশের ময়না তদন্ত শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে। এদিকে পুলিশ শনিবার বিকালে পাশর্^বর্তী মোংলা উপজেলার কচুবুনিয়া গ্রাম থেকে আর্জেন্টিনার সমর্থক ঘাকত রুবেল সমাদ্দারকে (৩০) গ্রেফতার গ্রেফতার করেছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানায়, শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-ক্রোয়েশিয়ার কোয়াটার ফাইনাল ম্যাচ চলাকালে উপজেলার মিশনবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালির গ্রামের সমাদ্দার বাজারে আর্জেন্টিনার সমর্থক একই এলাকার আলমগীর সমাদ্দারের ছেলে বাক প্রতিবন্ধী রুবেল সমাদ্দারের সাথে ব্রাজিল সমর্থক টুটুল হাওলাদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত সাড়ে দশটার দিকে আর্জেন্টিনার সমর্থক রুবেল সমাদ্দার ব্রাজিলের সমর্থক টুটুল হাওলাদারকে গলায় ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে টুটুল হাওলাদার গুরুতর আহত হলে তাকে দ্রæত মোড়েলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে পুলিশ মোড়েলগঞ্জ হাসপাতালে গিয়ে রাতেই নিহত টুটুল হাওলাদারের লাশ থানায় নিয়ে আসে। ব্রাজিল সমর্থক ছুরিকাঘাকে নিহতের ঘটনার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলিশাখালি এলাকায় রাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘাকত বাক প্রতিবন্ধী রুবেল সমাদ্দারকে শনিবার বিকালে পাশর্^বর্তী মোংলা উপজেলার কচুবুনিয়া গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত টুটুল হাওলাদারের বাবা আব্দুল বারেক হাওলাদার বাদী হয়ে রুবেল সমদ্দারকে আসামী করে মোড়েলগঞ্জ থানায় মামলা করেছে।
মোড়েলগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছরিকাঘাতে গুরুতর আহত টুটুল হাওলাদারের ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
Leave a Reply