মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ইটবাহী ট্রলি উল্টে মুরসালিন (৩০) নামে এক চালক নিহত হয়েছে। রবিবার (০৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার গাওলা মাদ্রাসা ঘাট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মুরসালিন উপজেলার গাড়ফা গ্রামের লায়েব আলীর ছেলে। মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, ট্রলি ভর্তি ইট নিয়ে সড়ক থেকে নামার সময় ট্রলিটি উল্টে নিচে চাপা পড়েন চালক মুরসালিন। স্থানীয়রা মুরসালিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মুরসালিন মারা যায়। তিনি আরও বলেন, নিহতের স্বজনরা এদূর্ঘটনার জন্য কাউকে দায়ী করছে না। তাদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply